দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমানকে মারধর করার অপরাধে পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ...
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমানকে মারধর করার অপরাধে পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সকল পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের জেলা শাখা।
শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল।
তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল দিনাজপুর জেলার হাকিমপুর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
এরআগে গতকাল (৩১ জুলাই) সন্ধ্যায় "চিকিৎসককে মারধর করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা" শিরোনামে সংবাদটি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জয়পুরহাট ডট কমে প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে জেলা সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই