দিনাজপুরের হাকিমপুর (হিলি) হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমানকে মারধর ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ...
দিনাজপুরের হাকিমপুর (হিলি) হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমানকে মারধর ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জানান, গতকাল হাকিমপুর হাসপাতালে হামলার ঘটনায় আজ বিকেলে আব্দুল্লাহ আল মামুন সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে গতকাল (৩১ জুলাই) দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় মেডিকেল অফিসার মশিউর রহমানের উপর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন আক্রমণ করে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনের সকল পদ স্থগিত করে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই