দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার সময় আরিফ ও আসাদ নামের দুইজন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (...
দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার সময় আরিফ ও আসাদ নামের দুইজন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কাকড়া মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রুহুল আমিন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রুহুল আমিন জানান, গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাকড়া মোড় এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বের হবে। এমন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে দুইজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। তারা দিনাজপুর জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করেছিলো। আটককৃতদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই