পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
আজ রোববার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্যরেখায় ২০ বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বিএসএফকে মিষ্টি উপহার দেয়।
ভারতের বিএসএফের গয়েশপুর ও চকগোপাল ক্যাম্প থাকায় উভয় ক্যাম্প কমান্ডারদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বলেন, 'সীমান্তে ২ বাহিনীর সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে ২ দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।'
হাকিমপুর উপজেলার ইলিশ সীমান্তে বিএসএফ ও বিজিবি মিষ্টি বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
কোন মন্তব্য নেই