Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

সংবাদ প্রকাশের পর কালাইয়ে পুকুর খনন বন্ধ, ট্রাক্টর জব্দ

 জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে খনন কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূম...


 জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে খনন কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেকার রহমান। 

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তিনি সরেজমিন অভিযান পরিচালনা করেন। অভিযানে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের নাজেবুর রহমান সুইট ও বামনগ্রামের মনোয়ার হোসেন সরকারি পুকুর সংস্কারের অনুমোদন নিয়ে মাটি বিক্রির প্রমাণ পাওয়ায় দুইটি পুকুরের খনন কাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাটি বহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুইটি ব্যাটারী জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সরকারি পুকুর লীজ নিয়ে  সংস্কারের নামে দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুকুর খনন করে মাটি বিক্রি চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং গত ২৯ ডিসেম্বর দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ও প্রতিদিনের বাংলাদেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেকার রহমান জানান, “ সরকারি পুকুর সংস্কারের অনুমোদন নিয়ে মাটি বিক্রি সম্পূর্ণ বেআইনি। খবর পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সবাই পালিয়ে গেছে। তবে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুইটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ জানিয়েছেন।

মো: মোছাদ্দেকুল ইসলাম চঞ্চল।

কোন মন্তব্য নেই

Ads Place