দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, একটি মোটরসাইক...
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার ও মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চান্দুরিয়া বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/৭-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কর্ণাই হাটপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই