র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ এর বিশেষ অভিযানে রংপুরের বদরগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী মোজাহার আলী হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে পলা...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ এর বিশেষ অভিযানে রংপুরের বদরগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী মোজাহার আলী হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা ভিকটিম মোজাহার আলীর প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘদিন ধরে ব্যবসায়িক পরিচয়ের সুবাদে তাদের মধ্যে সম্পর্ক ছিল। গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে আবু তাহেরসহ কয়েকজন আসামি ঘুরার কথা বলে মোজাহার আলীকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় যোগাযোগ না পাওয়ায় পরিবারের উদ্বেগ বাড়ে। পরদিন ২৯ অক্টোবর বিকেলে ভিকটিমের ছেলে জানতে পারেন, তার বাবার মৃতদেহ বদরগঞ্জ থানায় রয়েছে।
পরবর্তীতে পুলিশ জানায়, বদরগঞ্জ থানাধীন ৯ নম্বর দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের ‘ভাঙড়ির দোলা’ নামক স্থানে আবু তালেবের ধানক্ষেতে মোজাহার আলীর মরদেহ পড়ে ছিল। এ ঘটনায় নিহতের ছেলে মো. খালেক ইসলাম (২৪) বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় রুজু হয়।
হত্যাকাণ্ডটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।
এরই ধারাবাহিকতায় র্যাব ১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৮টা ১০ মিনিটে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় হত্যা মামলার পলাতক আসামি মো. মমিন মিয়া (৫৩) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, সহিংস ও নৃশংস অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই