জয়পুরহাটের কালাইয়ে 'ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েসন অব কালাই' (ইউসাক) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূণর্মিলণী ও সংবর্ধনা অনুষ্ঠা...
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'ইউসাকে'র সভাপতি তাওহীদুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং পদার্থ বিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো.খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ নাজনিন ডেইজি, ৪২তম 'বিসিএস' শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফজলে রাব্বি ও তাহিদুল হক, ইউসাকের সাবেক সভাপতি রবিউল ইসলাম রিমন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই প্রেসক্লাবের সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই এম ইউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থদের সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য ,২০১৩ সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কালাই উপজেলার শিক্ষার্থীরা সংগঠনটির সূচনা করে।
প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ '৫' প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগপ্রাপ্তদের সংবর্ধিত করে আসছে ইউসাক।
কালাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিষয়ক কর্মশালা, করোনা মহামারীতে খাদ্য সহায়তা, মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড ধারাবাহিকভাবে করে আসছে এ সংগঠনটি।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই