নওগাঁয় চাঞ্চল্যকর তৃপল মার্ডার মামলায় ২০ আসামীর মধ্যে ৯ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ...
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন-বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন হাসেম আলীর। তিনি বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে বলা হয়, দন্ডবিধি ৩০২/৩৪ ধারা মোতাবেক আসামীদের অপরাধ প্রমানিত হওয়ায় মামলার ২০ আসামীর মধ্যে ৯ জনের মৃত্যুদন্ড দেয়া হয়েছে। সাথে প্রত্যেকের ৫০ হজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক আসামীর আমৃত্যু কারাদন্ড দেয়া হয়। বাঁকি ১০ আসামীর অপরাধ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত। রায়ের পর কান্নায় ভেঙ্গেপড়ে আসামী পক্ষের স্বজনরা।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার হোসেন সন্তোশ প্রকাশ করে বলেন, এই রায় সমাজের জন্য আলাদা বার্তা বহন করে। এরমধ্যদিয়ে আগামীতে আর কেউ এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস করবে না।
তবে রায়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম-২। তিনি বলেন, এই রায়ে বিচারের সাথে সাথে বিচারকের আবেগ বেশি কাজ করেছে। সাজাপ্রাপ্ত আসামীরা উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।
প্রশঙ্গগত ২০১৪ সালের ৬ জুন বিকেলে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। এ সময় আসামী পক্ষের হামলায় শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ মারা যান। পরে নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। যেখানে ২৪ জনকে আসামী করা হলে চার্জশীটে দুইজনের নাম বাদ দেয়া হয়। অন্যদিকে মারাযান আরও দুইজন।
নওগাঁ জেলা প্রতিনিধি।
কোন মন্তব্য নেই