চল্লিশ পীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার...
চল্লিশ পীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হিলি বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলার কালাই উপজেলার ভিল্লি গ্রামের আলু ব্যবসায়ী রানা হোসেন (৪৫) ও উজ্জ্বল হোসেন (২৭)। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হিলিমুখী দ্রুতগতির একটি ট্রাক বাইপাস সড়কে চলাচলের সময় ইটবোঝাই একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি বাড়ির সামনে থাকা গাছ ভেঙে ট্রাকটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পাশে থাকা দুই আলু ব্যবসায়ী ও ট্রাকচালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হারুনুর রশীদ।

কোন মন্তব্য নেই