Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ক্ষেতলালে সিঁদ কেটে এক সপ্তাহে চারটি গৃহস্থের বাড়ীতে গরু চুরি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন গ্রামে সিঁদ কেটে এক সপ্তাহে চারটি গৃহস্থের বাড়ীতে ১১ দুধেল গাভী ও ষাড় গরু চুরির ঘটনা ঘটেছে। অব্যাহত এ চু...


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন গ্রামে সিঁদ কেটে এক সপ্তাহে চারটি গৃহস্থের বাড়ীতে ১১ দুধেল গাভী ও ষাড় গরু চুরির ঘটনা ঘটেছে। অব্যাহত এ চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, ক্ষেতলাল  উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের এরফান আলীর ৩ টি গরু, একই রাতে বড়াইল ইউনিয়নের দক্ষিণ হাটশহর বেলাল উদ্দিনের ৩টি, শাহিনুরের ২ টি, ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ মহল্লার বেলাল উদ্দিনের ৩ টি গরু চুরির খবর পাওয়া গেছে। এসব চুরির ঘটনা গত এক সপ্তাহে ঘটেছে। গরু চুরি ঠেকাতে গ্রামে গ্রামে পাহাড়া বসানোর ঘোষণা দিয়েছেন স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা। 

উপজেলার দক্ষিণ হাটশহর গ্রামের শাহিনুর ইসলাম বলেন, গত ০৯ মার্চ বুধবার গভীর রাতে আমার সিঁদ কেটে বাড়ীতে ঢুকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি দুধেল গাভী চুরি হয়েছে। 

বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর বলেন, এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিত ভাবে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে তবে আমি গরু চুরি রোধে আমার ইউনিয়নে জনগনকে রাতে গ্রামে পাহাড়া বসানোর অনুরোধ করেছি।

ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী বলেন, গরু চোরদের বিষয়ে উল্লেখ যোগ্য অগ্রগতি হয়নি তবে প্রকৃত গরু চোরদের ধরতে আমরা তৎপর আছি।

মোঃ হাসান আলী মন্ডল।

কোন মন্তব্য নেই

Ads Place