নাটোরে শাহিন খন্দকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনায় নাটোরের গুরুদাসপুর থানায় মামলা...
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গুরুদাসপুরে এক বাড়িতে বউ ও এক ছেলে নিয়ে ভাড়া থাকতেন জয়পুরহাটের ইটভাটা শ্রমিক শাহিন খন্দকার। একপর্যায়ে বাড়ির মালিকের মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সিদ্ধান্তে সপ্তাহখানেক আগে তাদের বিয়ে দেয়া হয়।
গত রোববার রাত ১২টার দিকে ঘরের বাইরে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা শাহিন তার পুত্রবধূকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন তিনি।
তবে বিষয়টি জানাজানি হলে মেয়েটির মা শাহিন খন্দকারের নামে ধর্ষণের মামলা করেন।
কোন মন্তব্য নেই