জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর এলাকায় শ্বশুরের বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ...
পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট এলেই হত্যা না আত্মহত্যা সেটা জানা যাবে। মঙ্গলবার সকালের দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর গ্রামের আবু জাফরের জামাই মামুন হোসেন (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মামুন হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। বিবাহের পর থেকে তার শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। কয়েকদিন আগে তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় সে রাতে একাই ঘরে থাকেন। গতকাল রাতে খাবার খেয়ে সে ঘরে ঘুমাতে যান। সকালে অনেক বেলা হলেও জামাইয়ের ঘরের দরজা বন্ধ দেখে শ্বশুর বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এক পর্যায়ে ঘরের জানালা দিয়ে দেখতে পায় সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ মাটিতে নামায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই হত্যা না আত্মহত্যা সেটা জানা যাবে।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই