Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

আক্কেলপুরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় ৫ জন আহত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজ...

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার তিলকপুর রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিলকপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন। তবে বিএনপির দুই নেতা মোজাফফর হোসেন (আনারস) ও  সাবেক চেয়ারম্যান আজাহার আলী দুলু (মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম মাহবুব চেয়ারম্যান নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোজাফফর হোসেন হেরে যান ৭৩ ভোটে। অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাহার আলী ৮১৭ ভোট পান। আজাহার আলীর কারণে মোজাফফর হোসেন জিততে পারেননি বলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন। এ নিয়ে মোজাফফর হোসেনের কর্মী-সমর্থকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরেই গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় তিলকপুর রেলস্টেশনে মোজাফফর হোসেন ও আজাহার আলীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আজাহার আলীসহ দুই পক্ষের পাঁচজন আহত হন।

আজাহার আলী বলেন, ‘মোজাফফরের লোকজন আমাকে ও আমার তিন কর্মীকে মারপিট করেছেন। নির্বাচনের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।

অভিযোগের বিষয়ে মোজাফফর হোসেন বলেন, ‘আজাহার আলীর কর্মী নাজমুল হুদার কাছে আমার কর্মী মোহাম্মদ আলী টাকা পেতেন। সেই টাকা চাওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। আমরা গন্ডগোল থামাতে গিয়েছিলাম। আজাহার আলীর লোকজন আমাদের মারপিট করেছেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, প্রথমে পাওনা টাকা নিয়ে স্বতন্ত্র দুই প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে গন্ডগোল বাধে। এরপর নির্বাচন ইস্যু নিয়ে বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম রুবেল।

কোন মন্তব্য নেই

Ads Place