Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ইউপি নির্বাচন: ভোটাররা এখন আমেজে নয় আতঙ্কে থাকেন

তৃতীয় ধাপে জয়পুরহাটের কালাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌ...


তৃতীয় ধাপে জয়পুরহাটের কালাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে ভোট এবং দোয়া প্রার্থনা করছেন। 


উপজেলার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে চলছে প্রচার প্রচারনা। দিনরাত সমান তালে কর্মী সর্মথকরা নিজ নিজ পছন্দের প্রার্থীর হয়ে ভোটারদের নিকট ভোট চাচ্ছেন। গ্রামের চা-ষ্টল থেকে শুরু করে সবজায়গায় এখন নির্বাচনী হাওয়া বইছে। তবে আগের মতো ভোটের আমেজ নেই, আতঙ্কে থাকেন বলছেন সাধারণ ভোটাররা।

উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের ১৩ পদের মধ্যে  সাতজন প্রার্থী এবং জিন্দারপুর ইউনিয়নে সংরক্ষিত একজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, তিনজন সাধারণ সদস্য ও অন্য চারজন সংরক্ষিত মহিলা পদের প্রার্থী। কালাই উপজেলার রিটার্নিং কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাত্রাই ও উদয়পুর ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ারম্যান প্রার্থীকে মারধর, আওয়ামী লীগ অফিস ভাংচুরের ঘটনাও ঘটেছে। এতে সাধারণ ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। 

উপজেলার কোথাও আগের মতো ভোটের আমেজ নেই। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে সর্বচ্চো চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজ নিজ ইউনিয়নের প্রার্থীরা। 

সাধারন ভোটাররা বলছেন, ভোটের সময় আগে যেমন উৎসব মুখর পরিবেশ ছিল, প্রতিটা পাড়াতে মিছিল মিটিং হতো, এখন তা আর নেই। দিন দিন এসব হারিয়ে যাচ্ছে। ভোটকে কেন্দ্র করে মারামারি হানাহানি হচ্ছে। কেন্দ্রে ভোট দিতে যেতেও ভয় লাগে। কখন কি হয় বলা তো যায়না। আমরা গ্রামের সাধারণ মানুষেরা আতংকে থাকি। আগে এসব ছিল না, আমরা আনন্দ করে ভোট দিতে যেতাম। এখন সরকার যাকেই নৌকা মার্কা দিচ্ছে তিনিই এখন চেয়ারম্যান। আমরা সাধারণ মানুষ, ভোট নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। 

আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের নৌকা মনোনীত প্রার্থী আলী আকবর মন্ডল বলেন, আমার ইউনিয়নে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে কর্মী সর্মথকরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমিও প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভোটারদের নিকট ভোট চাচ্ছি। সুষ্ঠ অবাধ নিরপেক্ষ ভোট হবে জানিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে আসার আহব্বান জানান। আর কেউ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট জানানোর পরামর্শ দেন এই প্রার্থী।

জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের নৌকা মনোনীত প্রার্থী জিয়াউর রহমান জিয়া বলেন, আমার ইউনিয়নের পরিবেশ খুব ভালো। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। আশাকরি আমার ইউনিয়নের উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, নির্বাচনী সহিংসতা এড়াতে ৫টি ইউনিয়নে পুলিশি টহল জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী সদা প্রস্তত আছে।

মো. চঞ্চল বাবু।

কোন মন্তব্য নেই

Ads Place