Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ক্ষেতলালে ঐতিহ্যবাহী জামাই মেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে প্রতি বছরের মতো এবারও বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ জামাই মেলা। অগ্রাহয়ণ মাসে ফসল ঘরে তোলার আনন্দে মে...

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে প্রতি বছরের মতো এবারও বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ জামাই মেলা।

অগ্রাহয়ণ মাসে ফসল ঘরে তোলার আনন্দে মেয়ে ও জামাইদের উদ্দেশে এ মেলার আয়োজন হলেও এখন আর শুধু মেয়ে-জামাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে সকল শ্রেণি পেশার মানুষের মিলন মেলায়।

শনিবার দিনভর মেলাকে ঘিরে আশেপাশের দশ গ্রামের শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষের পদচারনায় মুখরিত ছিল।

গ্রামীণ এ মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, চরকীদোলাসহ নিত্য প্রয়োজনীয় তৈজষপত্র ও আসবাবাপত্র ছাড়াও শিশুদের খেলনা, কসমেটিক্স, রকমারী স্বাদের মিঠাই- মিষ্টান্নের দোকান বসে।

মেয়ে-জামাই, জা-ননদ, শ্বশুর-শাশুড়িসহ এ গ্রামে আসা সকল অতিথিদের বিশেষ বিনোদন দিতে আয়োজন করা হয় লাঠি খেলার। বাদ্য-বাজনার তালে তালে লাঠিয়ালরা দেখান তাদের লাঠি খেলার মনোমুগ্ধকর কশরত।


শফিউল বারী রাসেল।

কোন মন্তব্য নেই

Ads Place