র্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৩৪৪ বোতল ফেনসিডিলজাতীয় মাদক এসকাফ এ...
র্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৩৪৪ বোতল ফেনসিডিলজাতীয় মাদক এসকাফ এবং ৩.৫ কেজি গাঁজা জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র্যাব সারাদেশে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার সকাল ১১টায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানাধীন গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কে অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ি তল্লাশি করে গাড়ির সিটের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সেলিম মিয়া (৪৬), বাড়ি: ফুলগাছ, লালমনিরহাট
মোঃ আবু তাহের (২৬), বাড়ি: খোলাহাটি (ফারাজি পাড়া), গাইবান্ধা।
একই দিন বিকাল ৩টায় র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের লতাবর কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ির মেঝেতে পুঁতে রাখা ড্রামের ভেতর এবং তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৩৪৪ বোতল এসকাফ জব্দ করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ আকিমুল ইসলাম আপেল (৩২), বাড়ি: চন্দ্রপুর বাজার, কালীগঞ্জ, লালমনিরহাট প্রাথমিক তদন্তে যা জানা গেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তারা মাদক পরিবহন ও ব্যবসায় অভিনব কৌশল ব্যবহার করত।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-১৩ এর জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই