জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হাটখোলা বিওপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানে এক হাজারের কাছাকাছি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে...
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হাটখোলা বিওপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানে এক হাজারের কাছাকাছি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি ) দুপুরে পাঁচবিবি উপজেলার উচনা মাদ্রাসা মোড় এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, হাটখোলা বিওপির একটি আভিযানিক দল সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেলে চলাচলরত এক ব্যক্তিকে দেখতে পায়। টহল দল কাছে এগিয়ে গেলে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পাশের পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ তাজুল ইসলাম (৫২), পিতা মোঃ তজব আলী। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাংলা হিলি এলাকার সিপি রোড গ্রামে।
এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি অ্যাপাসি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
২০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এছাড়া সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই