দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে সবগুলো বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে...
দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে সবগুলো বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে প্রায় সোয়া তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী।
তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত বগিগুলোর হুক খুলে যায়। ফলে ইঞ্জিনটি বগি ছাড়াই হিলি রেলস্টেশনে পৌঁছে যায়। অপরদিকে ট্রেনের বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে পড়ে।
এ ঘটনার পর সকাল ৭টা ৪০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
পরে রেলওয়ের কারিগরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বগি ও ইঞ্জিন সংযুক্ত করার কাজ সম্পন্ন করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এতে প্রায় সোয়া তিন ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
মো: খোকন ইসলাম/ হিলি

কোন মন্তব্য নেই