বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন বলেন, ভোট আপনার, সিদ্ধান্তও আপনার। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথা নত করবেন না। নির্ভয়ে ও নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগ করুন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি চারমাথায় সিটি ক্যাবল ডিজিটাল হিলির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড জাহিদ হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া ও সমর্থন চাইতে, বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি নতুন কেউ নই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দিনাজপুর-৬ আসনের মানুষের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। আগেও আপনাদের কাছে এসেছি, ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকতে চাই।
ডা. জাহিদ হোসেন বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এমপি হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে ভোটাধিকার। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। তাই সবাইকে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে আছি, বলেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি ক্যাবল ডিজিটাল হিলির পরিচালক শফিকুল ইসলাম বিদ্যুৎ ও জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোঃ খোকন ইসলাম/হিলি

কোন মন্তব্য নেই