জয়পুরহাটের আক্কেলপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রিবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকার আমুট্ট কেদ্রীয় বাস স্ট্যান্ডে বু...
জয়পুরহাটের আক্কেলপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রিবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকার আমুট্ট কেদ্রীয় বাস স্ট্যান্ডে বুধবার (৩ডিসেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, যান্ত্রিক ত্রুটির কারনে বাসে অগ্নিকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
বাস মালিক, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর-বগুড়া রুটে চলাচলকারী আল্লাহর দান পরিবহন বাসটি মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে যাত্রি পরিসেবা শেষ করে আমুট্ট কেদ্রীয় বাস স্ট্যান্ডে রেখে চালক ও শ্রমিকরা বাড়ি চলে যায়। অন্য বাসে থাকা বাস শ্রমিকরা বুধবার ভোর ৪ টার দিকে ওই বাসে আগুন দেখতে পান। এসময় স্ট্যান্ডে থাকা বাস শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করে ব্যর্থ হন। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে প্রায় ৩০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে নিভিয়ে ফেলেন। এতে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে যায়।

কোন মন্তব্য নেই