জয়পুরহাটের কালাইয়ে সিএনজি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতিয়র-দুরুঞ্জ সড়কে...
জয়পুরহাটের কালাইয়ে সিএনজি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতিয়র-দুরুঞ্জ সড়কের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালক উপজেলার বানিহাড়া গ্রামের মৃত আবদুল শাহের ছেলে ছামছদ্দিন শাহ (৫০) বলে জানা যায়।
স্থানীয় এলাকাবাসী জানায়, কালাই থেকে অটোভ্যান নিয়ে দুরঞ্জ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ছামছদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় অটোভ্যান চালক ছামছদ্দিনের মৃত্যু হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, পৌরসভার দুরঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মো: মোছাদ্দেকুল ইসলাম।

কোন মন্তব্য নেই