জয়পুরহাটের কালাই উপজেলার অসহায় ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার মানো...
জয়পুরহাটের কালাই উপজেলার অসহায় ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল ৪.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব তহবিল হতে ক্রয়কৃত এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আকতার জাহান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরবর্তীতেও উপজেলা প্রশাসন এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাছাই করা ১০ জন অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া ও উপজেলার পাঁচটি ক্লাবে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মো: মোছাদ্দেকুল ইসলাম।

কোন মন্তব্য নেই