Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

দিনাজপুরে ইটভাটায় র‌্যাবের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

 দিনাজপুরে পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে র‌্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, ...


 দিনাজপুরে পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে র‌্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, একটি ট্রাক জব্দ এবং একটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। 

বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি চৌকস দল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নবাবগঞ্জ উপজেলার হরিপুর খলিসাগাড়ী এবং ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের তলব রশীদ এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দিনাজপুরের বেশ কিছু ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফারযুক্ত কয়লা, অ্যাশ, মারকারি সমৃদ্ধ কয়লা ব্যবহার এবং অনুমোদনবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পায় র‌্যাব। এসব তথ্যের সত্যতা যাচাই ও অবৈধ কার্যক্রম বন্ধ করতে র‌্যাব-১৩ সম্প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

আইন-১৯৯৫ (সংশোধিত ২০১৩) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে তলব রশীদ এলাকার এমএম ব্রিক্সের মালিক মো. মাছুমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে খলিসাগাড়ী এলাকার এএসএম ব্রিক্সের মালিক মো. মিঠুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া এবি ইটভাটার মালিক মো. হাফিজুর রহমানের একটি মহেন্দ্র ট্রাক জব্দ করা হয়। অপরদিকে সঠিক কাগজপত্র না থাকায় এমএমবি ইটভাটার মালিক মো. আলতাফ হোসেনের ইটভাটার চিমনি ভেঙে ফেলে মোবাইল কোর্ট।

র‌্যাব-১৩ জানায়, পরিবেশ ধ্বংস, অবৈধ ইটভাটা স্থাপনসহ বিভিন্ন অপরাধ মোকাবিলায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও সামাজিক অপরাধ দমনে র‌্যাব শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place