জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর)...
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ মেলা আয়োজন করা হয়।
মেলায় মোট ১৭টি স্টলে বিভিন্ন প্রজাতির ঘোড়া, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বিড়ালসহ নানা ধরনের পাখি প্রদর্শন করা হয়। স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলাটি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল, বিনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশা, খামারি আবাবিল প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের মেলা প্রাণিসম্পদ খাতের প্রসার ও খামারিদের উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলাকে কেন্দ্র করে খামারিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয় এবং বিভিন্ন প্রজাতির পশুপাখি সম্পর্কে সাধারণ মানুষও সচেতন হয়।
মেলা পরিদর্শনে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই