Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

 ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ পালিত হয়েছে। ...


 ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ পালিত হয়েছে।

কালাই উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার  (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি সার্জন ডা. সুমন বাবু'র সঞ্চালনায় ও কালাই উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা: শামিমা আক্তার জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালাই উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামিরা শাহরিন, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাহনিমা তরফদার, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ডা. নাহিদা নাজনীন ডেইজি, পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান।

সফল খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ফজলে রাব্বি ও নিখিলিনা মার্ডী।  

আলোচনায় অতিথিরা বলেন, সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখি। এদেশের কৃষি খাত মুলত মিশ্র পদ্ধতি যেখানে কৃষকরা শষ্য চাষের পাশাপাশি গবাদি পশু-পাখি পালন করে থাকেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণিসস্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণী প্রদর্শনীর ৭ ক্যাটাগরিতে ভাগ করা মোট ৩০টি স্টল পরিদর্শন করেন। শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শনীতে ৩টি বড় মহিষ নিয়ে এসে প্রথম পুরস্কার পেয়েছেন পৌরসভার আকন্দ পাড়া মহল্লার মাহফুজার রহমান। দুম্বা নিয়ে এসে পুরস্কার পেয়েছেন দুলালী বেগম, ১২০ কেজির ছাগল নিয়ে এসে পুরস্কার পেয়েছেন আবু তালেব, উন্নত জাতের গরু নিয়ে এসে পুরস্কার পেয়েছেন ফজলে রাব্বি। এছাড়াও সৌখিন পাখি, দেশী মুরগী, কবুতর, পোষা প্রাণী সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

মো: মোছাদ্দেকুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Ads Place