দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ...
দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জোতবানী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কেটরা বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে কমিউনিটি সেফটি শিল্ড (সিএস-টু) প্রকল্প, সিএইচডিপি, ল্যাম্ব-এর উদ্যোগে এবং ল্যাম্ব হেলথ ইউকের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়। ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠানটি আয়োজন করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে কিশোর, কিশোরী, নারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কমিউনিটি নেতৃবৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি এবং ল্যাম্ব এর প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের স্টাফরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন, এর সামাজিক ও মানসিক ক্ষতিকর প্রভাব, আইনি সুরক্ষা এবং পরিবার, সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ, স্থানীয় সরকার এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের সচেতনতা কার্যক্রম সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এতে উপস্থিত ছিলেন জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, নারী নেত্রী মোছাঃ রেজিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি মোঃ মোজাহার আলী ও সিএস-টু প্রকল্পের টেকনিক্যাল অফিসার রতন দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই