অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদানের কার্যক্রম মূল্যায়নে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর উপজেলা...
অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদানের কার্যক্রম মূল্যায়নে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কবির উদ্দিন। গত সোমবার রাজধানীর ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স বিবেচনায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
এসময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১’ এবং ভূমিসেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একইসঙ্গে জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের হালনাগাদ ডেটা উন্মুক্তকরণের ঘোষণাও দেওয়া হয়। ভূমি সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মাহফুজ রহমান।

কোন মন্তব্য নেই