গত ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে মৃতবরণ করা শহীদ বিশালের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাটের পাঁচবিবি ...
গত ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে মৃতবরণ করা শহীদ বিশালের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত ইউএনও মোঃ সেলিম আহমেদ।
শুক্রবার বিকালে ইউএনও উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর প্রাঙ্গণে উপস্থিত হন এবং তার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে শহীদ বিশালের বাড়িতে যান এবং বিশালের মা-বাবার সঙ্গে দেখা করে পরিবারের খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন আপনাদের যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।
উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে শহীদ বিশালের বাবা মার হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফল প্রদান করা হয়।
সজল কুমার দাস।

কোন মন্তব্য নেই