Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক রেখে মা উধাও, পাশে মিলল চিরকুট

 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি নবজাতক কন্যাকে রেখে উধাও হয়ে গেছেন তার মা।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঘটে এ হৃদয়ব...


 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি নবজাতক কন্যাকে রেখে উধাও হয়ে গেছেন তার মা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। শিশুটির বিছানার পাশে একটি বাজারের ব্যাগে পাওয়া যায় একটি চিরকুট, যেখানে মা নিজের পরিচয় এবং কিছু তথ্য লিখে রেখে গেছেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে।

চিরকুটে যা লিখা ছিল, আমি মুসলিম। আমি একজন হতভাগী। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ— ৪-১১-২০২৫, রোজ মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়। রেজিস্টারে ঠিকানা লেখা হয় ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।

হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি নবজাতকটিকে কোলে নিয়ে এসে ভর্তি করতে চান। তারা নিজেদের শিশুটির নানা-নানি পরিচয় দেন। আমি মাকে আনতে বললে তারা জানান, মা নিচে আছেন। পরে আর তারা ফিরে আসেননি। কিছুক্ষণ পর এক বেডে নবজাতকটিকে একা পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও বলেন, শিশুটির ব্যাগের ভেতরে ছিল ওষুধ, ডায়াপার, জামাকাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র। ধারণা করা হচ্ছে, নবজাতকটিকে ওই ব্যাগেই হাসপাতালে আনা হয়েছিল। শিশুটি সময়ের আগেই জন্ম নেওয়ায় তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিষয়টি জানাজানি হলে শিশু ওয়ার্ডে অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, নবজাতকটিকে আমরা বিশেষ পর্যবেক্ষণে রেখেছি। প্রথমত শিশুটির প্রকৃত অভিভাবকদের খুঁজে পাওয়া আমাদের প্রধান কাজ। এজন্য পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছি। রেজিস্টারে থাকা ঠিকানা অনুযায়ী অনুসন্ধান চলছে। অভিভাবকদের পাওয়া গেলে তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল ও পুলিশ যৌথভাবে নবজাতকের মাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। নবজাতকটি এখন নিরাপদে চিকিৎসাধীন রয়েছে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place