Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

নিম্নচাপের প্রভাবে দিনাজপুরে সারাদিন বৃষ্টি, বিপাকে শ্রমজীবীরা

 দিনাজপুরে জেলায়  ৪ দিন থেকে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট কাদা-পানিতে ভরে গেছে, ফলে অফিসগামী মানুষ, শ...


 দিনাজপুরে জেলায়  ৪ দিন থেকে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট কাদা-পানিতে ভরে গেছে, ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

রোববার (২ নভেম্বর) ভোর থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। সকাল থেকেই মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি পড়তে থাকে, যা দুপুরের দিকে আরও বৃদ্ধি পায়। এই বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। বিশেষ করে বাসস্ট্যান্ড, রামনগর, কাঞ্চন মোড়, কলেজ মোড়, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

শ্রমজীবী মানুষদের কেউ কেউ ছাতা মাথায় বৃষ্টির মধ্যেই কাজে বের হন। 

দিনমজুর সেলিম মিয়া বলেন, বৃষ্টি থাকলেও পেটে তো ভাত জোটাতে হবে, তাই ভিজেই বের হতে হচ্ছে।

একইভাবে কলেজপড়ুয়া ছাত্রী মেহজাবিন আক্তার বলেন, রাস্তায় এত কাদা ও পানি যে হাঁটাই যাচ্ছে না, ক্লাসে পৌঁছাতে অনেক কষ্ট হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, নিম্নচাপের প্রভাবে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষদের কাজের ব্যাঘাত ঘটেছে, বন্ধ রয়েছে অনেক নির্মাণকাজও। হাট-বাজারে ক্রেতা উপস্থিতি কমে গেছে, রিকশা ও অটোরিকশা চালকরা যাত্রী না পেয়ে হতাশ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে ব্যবসায় ধস নামছে। অনেক দোকানেই পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবমিলিয়ে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টিতে দিনাজপুরে জনজীবন এখন কার্যত অচল হয়ে পড়েছে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place