Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বিরামপুর রেলস্টেশনে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

 দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে ঘটে এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনা। স্টেশনের প্লাটফর্মে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক নারী সোমবার...


 দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে ঘটে এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনা। স্টেশনের প্লাটফর্মে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক নারী সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

গত তিন-চার মাস ধরে নাম-পরিচয়হীন গর্ভবতী ওই নারীকে স্টেশনের প্লাটফর্মেই ঘুরে বেড়াতে দেখা যেত। তিনি কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না এবং কারও কাছে কিছু চাইতেনও না। শুধু কেউ স্বেচ্ছায় খাবার দিলে তবেই খেতেন। দীর্ঘদিন ধরেই তিনি একেবারে নিঃসঙ্গ অবস্থায় স্টেশনের প্লাটফর্মে বসবাস করছিলেন।

ঘটনার সময় আশপাশের বাড়ির কয়েকজন সহৃদয় মহিলা মানবিক বিবেচনায় এগিয়ে আসেন। তারা নবজাতকের নাড়ি কেটে শিশুটিকে নিরাপদে আনার ব্যবস্থা করেন এবং মা ও শিশুকে কাপড়, কম্বল এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। স্থানীয়দের এমন উদ্যোগে রাতের মধ্যেই মা ও নবজাতক নিরাপদে সুরক্ষিত থাকে। বর্তমানে দুজনেই সুস্থ আছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর ছড়িয়ে পড়তেই রেলস্টেশনে ভিড় জমে যায় উৎসুক মানুষের। অনেকে শিশুটিকে দেখতে ছুটে আসেন এবং আর্থিক সহায়তাও প্রদান করেন। শিশুটিকে দেখে অনেক মহিলা মমতায় জড়িয়ে ধরেন, কোলে নেন। তবে কেউই ওই শিশুর বাবার পরিচয় জানাতে পারেননি।

যদিও স্থানীয়রা মা ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চেষ্টা করেছেন, কিন্তু মানসিক ভারসাম্যহীন ওই নারী হাসপাতালে যেতে রাজি হননি। ফলে মা ও শিশু এখনও রেলস্টেশনেই অবস্থান করছেন। রেলস্টেশনের কর্মচারীরা তাদেরকে হাসপাতালে নিতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পরিস্থিতির কারণে তা কঠিন হয়ে উঠেছে।

স্থানীয়দের মতে, মা ও নবজাতকের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সমাজসেবা দপ্তরের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

এদিকে সদ্য ভূমিষ্ঠ শিশুটির পিতার পরিচয় নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরিচয়হীন, মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা, সুরক্ষা ও পুনর্বাসনে যথাযথ সরকারি উদ্যোগ না থাকায় দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে স্থানীয় সচেতন নাগরিকরা মন্তব্য করেছেন। তারা বলেন, পরিচয়হীন এসব সন্তান সমাজে টিকে থাকতে এবং বেড়ে ওঠার সুযোগ পেতে রাষ্ট্রীয় দায়িত্ব ও কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরামপুর রেলস্টেশনে এই ঘটনা সমাজের সামনে একদিকে যেমন মানবিকতার উদাহরণ উপস্থাপন করেছে, একই সঙ্গে তুলে ধরেছে পরিচয়হীন নারী ও তাদের সন্তানদের সুরক্ষা ও পুনর্বাসনের গভীর সংকট। রাষ্ট্রীয় দায়িত্বশীল সংস্থাগুলোর দ্রুত উদ্যোগই পারে মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে বাস্তবসম্মত ব্যবস্থা নিতে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place