“খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খে...
“খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
৬টি দলের অংশগ্রহণ শেষে ফাইনাল ফুটবল খেলায় কালাই পৌরসভা একাদশ বনাম উদয়পুর ইউনিয়ন একাদশ অংশগ্রহন করেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে কালাই পৌরসভা ১-০ গোলে বিজয়ী হয়।
শেষে প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়া রানাসআপ দলের হাতে ট্রফি এবং ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনিরুজ্জামান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজি, কালাই পরিবার পরিকল্পনা অফিসার মাহামুদুল হাসান, কালাই থানার ওসি তদন্ত শ্রী দীপেন্দ্রনাথ সিং, কালাই উপজেলা বিএনপি নেতা, মওদুদ আহমেদ, সোহেল তালুকদার, ইব্রাহিম ফকির, গোলাম মওলা প্রমুখ।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট

কোন মন্তব্য নেই