দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জয়পুরহাট ডট কম এ ''বিরামপুর সেটেলমেন্ট অফিস ঘুষবাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য...
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জয়পুরহাট ডট কম এ ''বিরামপুর সেটেলমেন্ট অফিস ঘুষবাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য" শিরোনামে ভিডিও সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয় দিনাজপুরের বিরামপুরে। সংবাদটি প্রকাশিত হয় গত ২৯ সেপ্টেম্বর, যা নজরে আসে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান পরিচালনা করে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ খায়রুল বাশার।
অভিযান চলাকালে অফিসের নানা অনিয়ম, ঘুষ-বাণিজ্য ও দালালচক্রের সক্রিয়তার অভিযোগ যাচাই-বাছাই করে দুদক টিম। এ সময় অফিসে উপস্থিত একজন দালালকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মাধ্যমে বেশ কয়েকজন সংশ্লিষ্ট কর্মচারীর সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
দুদক কর্মকর্তা খায়রুল বাশার বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা বিরামপুর সেটেলমেন্ট অফিসে অভিযান পরিচালনা করেছি। এই অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ-বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলো। বিশেষ করে প্রায় ১৮ একর সরকারি জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় হস্তান্তরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও দালালদের অবাধ দৌরাত্ম্য রয়েছে।
তিনি আরও জানান, আমরা অফিস থেকে সংশ্লিষ্ট খতিয়ান, দাগ নম্বরসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি। এসব দলিল পর্যালোচনা করে প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি জয়পুরহাটে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই অভিযানকে স্থানীয় সচেতন মহল গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা আশা করছেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম/দিনাজপুর জেলা প্রতিনিধি
কোন মন্তব্য নেই