জয়পুরহাটের কালাইয়ে অধিগ্রহণকৃত জমিতে অনতিবিলম্বে মিনি স্টেডিয়াম নির্মাণসহ ৪দফার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক ছাত্র ঐক্য। মঙ্গল...
জয়পুরহাটের কালাইয়ে অধিগ্রহণকৃত জমিতে অনতিবিলম্বে মিনি স্টেডিয়াম নির্মাণসহ ৪দফার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক ছাত্র ঐক্য। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন ছাত্র নেতারা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. অধিগ্রহণকৃত জমিতে দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম শুরু করা,
২. ধান চাষসহ অননুমোদিত ব্যবহার বন্ধ করে সরকারি জমির সুরক্ষা নিশ্চিত করা,
৩. নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তদারকি জোরদার করা এবং
৪. বিলম্বের জন্য দায়ী কর্তৃপক্ষকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা।
এসময় জেলা নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক ছাব্বির হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন রহমান ও ফিরোজ এবং সদস্য সচিব বায়েজিদ বোস্তামীসহ অন্য ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
মাহফুজ রহমান।
কোন মন্তব্য নেই