দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত ভারতে থেকে আমদানি হয়েছে ৫ হাজার ১৮৫ মেট্রিকটন কাঁচামরিচ। এসব কাঁচামরিচ এস...
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত ভারতে থেকে আমদানি হয়েছে ৫ হাজার ১৮৫ মেট্রিকটন কাঁচামরিচ। এসব কাঁচামরিচ এসেছে ৬৬২টি ট্রাকে। এ থেকে সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন।
তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই মাস থেকে আজ পর্যন্ত হিলি স্থলবন্দরে ৬৬২টি ট্রাকে ৫ হাজার ১৮৫ মেট্রিকটন ভারতীয় কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের চাহিদা থাকায়, আমরা দ্রুততার সাথে কাস্টমসের সব কার্যক্রম সম্পন্ন করে পণ্য ছাড়করণ নিশ্চিত করছি।
তিনি আরও জানান, কাঁচামরিচ একটি পচনশীল পণ্য হওয়ায় আমদানিকারকদের সুবিধার্থে কাস্টমস বিভাগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বর্তমানে হিলি বন্দরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানিও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পাইকারি বাজারে কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে আমদানিকারকরা সম্প্রতি ভারত থেকে বড় পরিমাণে কাঁচামরিচ আমদানি করেছেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই