কালাই উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্...
কালাই উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান উদ্বোধন করেন। কালাই উপজেলা পরিষদের মিলনায়তনে ফিতা কেটে উদ্বোধন শেষে লাইব্রেরি ঘুরে দেখেন এবং দায়িত্বরতদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এস এম তারেকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাকলি শিশু নিকেতনের সহকারী শিক্ষক ও আব্দুন নুর নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. তৌহিদা মোহতামিম।
এ সময় উদ্বোধন শেষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, শিরট্টি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলাম, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, উপজেলা জামাআতের নায়েবে আমির আব্দুর রউফ, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, আহম্মেদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত এই পাবলিক লাইব্রেরিতে সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। রেফারেন্স কর্নার এবং ডিজিটাল রিডিং সেকশন চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এখান থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক কার্যক্রমও পরিচালনা করা হবে।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই