Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের...

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে হঠাৎ যান্ত্রিক সমস্যার কারণে ইউনিটটি বন্ধ হয়ে যায়। গভর্নর ভাল্ব, স্টিম ও সেন্সরের চারটি টারবাইনের ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়েছে।

প্রধান প্রকৌশলী আরও জানান, বিকল যন্ত্রাংশ মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরবে। তিনি বলেন, “বর্তমানে ১ নম্বর ইউনিট চালু রয়েছে এবং সেখান থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই ইউনিট সচল রাখতে প্রতিদিন ৮০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়।”

এদিকে তৃতীয় ইউনিটটি বন্ধ থাকায় প্রতিদিন জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় দেশের উত্তরাঞ্চলে বিদ্যুতের ঘাটতি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

 

কোন মন্তব্য নেই

Ads Place