দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের ২৫ দিন পর তিন খণ্ডে বিভক্ত করা যুবক সাদেক হাসান সবুজের মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে...
![]() |
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের ২৫ দিন পর তিন খণ্ডে বিভক্ত করা যুবক সাদেক হাসান সবুজের মাথা উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মিরপুর গ্রামের একটি ডোবার পাশের বিএমডিএর সেচ পাইপের ভেতর থেকে মাথাটি উদ্ধার করা হয়।
দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সউদ সরকারের ছেলে সাদেক হাসান সবুজ (২৮) গত ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এরপর তার বড় ভাই সাব্বির হোসেন ২৪ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির দুদিন পর, ২৫ সেপ্টেম্বর পাশের মিরপুর গ্রামের একটি ডোবা থেকে দ্বিখণ্ডিত মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরিজনরা লাশটি সাদেক হাসান সবুজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত শেষে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার ৬ নম্বর আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিন খণ্ড লাশের নিখোঁজ থাকা মাথাটি উদ্ধারে সক্ষম হয় পুলিশ।
এসপি মারুফাত হুসাইন বলেন, আসামি আব্দুল হামিদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর গ্রামের ডোবার পাশে বিএমডিএর সেচ পাইপের ভেতর থেকে নিহত সবুজের মাথাটি উদ্ধার করা হয়। এরপর তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও হাসুয়া উদ্ধার করা হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই