Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

রাতের অন্ধকারে গাছ কাটার চেষ্টা, বন বিভাগের অভিযানে গ্রেপ্তার ১

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের আকাশমনি গাছ কাটার সময় অভিযান চালিয়ে রুবেল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আটক ...

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের আকাশমনি গাছ কাটার সময় অভিযান চালিয়ে রুবেল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আটক রুবেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে তাকে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে বিরামপুর চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের আওতাধীন আমবাগান এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে বন বিভাগের টহল দল। গ্রেপ্তার রুবেল ইসলাম আমবাগান গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রাতে সংরক্ষিত বনের আকাশমনি গাছ কাটছে একদল চোরচক্র। খবর পেয়ে বন বিভাগের টহল দল দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে রুবেল ইসলামকে গাছ কাটার কাজে ব্যবহৃত কুড়ালসহ আটক করে।

অভিযানের সময় তিনটি আকাশমনি গাছ ও একটি কুড়াল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

তিনি আরও বলেন, সংরক্ষিত বনের গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতিক পরিবেশ ও বনভূমি রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

 

কোন মন্তব্য নেই

Ads Place