ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বাড়াতে জয়পুরহাটে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে...
ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বাড়াতে জয়পুরহাটে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব বাজারের ছমির রেস্তোরাঁর কনফারেন্স রুমে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্যাব জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মো. আবদুস সালাস সরদার।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এম এ করিম, ক্যাবের প্রচার সম্পাদক গোলাম রব্বানী, পূর্ব বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন পেশার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ।
বক্তারা বলেন, ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, “ন্যায্য মূল্য ও নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীল মনোভাব।”
সভায় বক্তারা ভোক্তা অধিকার রক্ষায় আইনি সহায়তা, বাজার মনিটরিং এবং পণ্যের মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই