Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

র‌্যাবের অভিযানে ৭৩২ বোতল এসকাপ সিরাপ জব্দ, গ্রেফতার ৪

দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান পরিচালনায় নিয়োজিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক তিনটি অভিযানে ৭৩২ বোতল ফেনসিডিল সদৃশ কফ সির...

দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান পরিচালনায় নিয়োজিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক তিনটি অভিযানে ৭৩২ বোতল ফেনসিডিল সদৃশ কফ সিরাপ এসকাফ এবং ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসময় ৪ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর দিনাজপুর, রংপুর ও কুড়িগ্রাম আঞ্চলিক টিম পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে র‌্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল দিনাজপুর কোতয়ালি থানা এলাকার ৮ নং ওয়ার্ডে অভিযান চালায়। এসময় শফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদককারবারি রাইয়ান হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়। সে পাক-পাহাড়পুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে র‌্যাব-১৩ এর সদর কোম্পানি রংপুরের একটি দল লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় মোটরসাইকেলের বিশেষ চেম্বার থেকে ২৬৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহাবুব আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

একইদিন দুপুর ২টা ১০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় খাটের নিচে লুকানো অবস্থায় ৪৬৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. জায়দুল হক (৪২) ও তার স্ত্রী মোছা. খাদিজা বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব জানিয়েছে, দেশের যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।


 

কোন মন্তব্য নেই

Ads Place