সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কালাইয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। আজ...
সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কালাইয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাট জেলা শাখার আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ গাছ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা।
মো: মোছাদ্দেকুল ইসলাম চঞ্চল।
কোন মন্তব্য নেই