Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ক্ষেতলালে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে সাবেক এমপি গোলাম মোস্তফার জনসভা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ক্ষেতলাল পাইলট ...

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ক্ষেতলাল পাইলট স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি  সরদার লিয়াকত আলী  এবং সঞ্চালনা ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক  নুরুজ্জামান মৃধা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা আনিছুর রহমান তালুকদার, আব্দুস সামাদ বাবু, অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, অ্যাডভোকেট রুহুল আমীন ফারুক, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন চপল, মোজাফফর তালুকদার, রাইসুল আলম রিপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন,

“২০০৮ সালে আমি এই আসনে বিএনপির নির্বাচিত এমপি ছিলাম। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের আসব আপনারা দোয়া করবেন। নির্বাচিত হলে জয়পুরহাট-২ আসনকে দুর্নীতিমুক্ত করবো। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

জনসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আবু হাসান

 

কোন মন্তব্য নেই

Ads Place