নিজের বৈধ জমি আত্মসাৎ, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে...
নিজের বৈধ জমি আত্মসাৎ, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মেহেরুন নেছা। শনিবার বেলা ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মেহেরুন নেছা জানান, তার স্বামী মরহুম আবুল কাশেম মৃত্যুর পূর্বে ২০১১ সালের ২৪ জুলাই হেবা দলিলের মাধ্যমে ৩২ শতাংশ জমি তার নামে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে জমিটি তার নামে অনলাইনে খারিজও করা হয়। কিন্তু ওই জমি তার দুই ছেলে—চিত্রশিল্পী মাহবুব আলম ও মারুফ হোসেন—দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখে দেন।
তিনি অভিযোগ করেন, বৈধ জমি ফেরত চাইলে উল্টো তাকে, মেঝো ছেলে মাসুদ রানা, বৌমা খুরশিদা বেগম, নাতনি মুন্নি ও জামাতা ফজলে রাব্বিকে মিথ্যা মামলায় জড়ানো হয়। এ ছাড়া শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান।
মেহেরুন নেছা আরও বলেন, “আমার বৈধ সম্পত্তি ফেরত পেতে গিয়ে আমি ও পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছি। এখনো ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছি। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির শিকার হতে পারি।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, আইনগত সহায়তা ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগীর মেঝো ছেলে মাসুদ রানা, বৌমা খুরশিদা বেগম, নাতনি মুন্নি প্রমুখ। এসময় তারা একই অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই