Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের দুইজন আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে  অগভীর  নলকুপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ  ট্রান্সফরমার চোর চক্রের ২ জন চোরকে স্থানীয় জনতা  আটক করে পুলিশর দিয়েছে। শনিবার...

জয়পুরহাটের পাঁচবিবিতে  অগভীর  নলকুপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ  ট্রান্সফরমার চোর চক্রের ২ জন চোরকে স্থানীয় জনতা  আটক করে পুলিশর দিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজারের এঘটনা ঘটে। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল আওয়াল (৪০) ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ছানোয়ার হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট আওলাইয়ের বয়রা গ্রামের মৃত শাজাহান মন্ডলের অগভীর নূলকূপের একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করা কালে  আব্দুল আওয়াল চুরি হওয়া ট্রান্সফরমার ২০ হাজার টাকার বিনিময়ে ফেরত দিতে চান। কিন্তুু তাকে টাকা দেওয়ার পর ট্রান্সফরমার ফেরত দিতে টালবাহনা করলে শাজাহান তাকে চাপ দিতে থাকে। এ পর্যায়ে গত ৮ তারিখে ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার কয়েল বের করে নিয়ে শুধু মাত্র ট্রান্সফরমারের ঢোলটি স্থানীয় একটি নদীতে ফেলে রেখে যায়। পরবর্তীতে শুধু ট্রান্সফরমারের ঢোল পেয়ে আবারও অগভীর নলকূপের মালিক শাজাহান মন্ডল আওয়ালকে চাপ দিলে আজ শনিবার ছাতিনালি বাজারে নেওয়া টাকা ফেরত দিতে আসলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। বিকেলে ঘটনাস্থলে পুলিশ আসলে আটক ব্যক্তিদ্বয়কে  তাদের নিকট সোর্পদ করেন।

সম্প্রতি এলাকায় আবারও ট্রান্সফার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে । গত রাতে ইউনিয়নের দুগরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নুরুন্নবীর অগভীর  নলকুপের ৩ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে ।

সজল কুমার দাস।

 

কোন মন্তব্য নেই

Ads Place