দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকর্মী সংগঠন থেকে বিদায় নিয়েছেন। তাদের মধ্যে দুইজন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং এ...
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকর্মী সংগঠন থেকে বিদায় নিয়েছেন। তাদের মধ্যে দুইজন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং একজনকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের বিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান বাবু শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগকারীরা হলেন, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলিম হোসেন ও পৌর শাখার ৩নং ওয়ার্ড সভাপতি ইয়াসির আরাফাত ওরফে মিম। বহিষ্কৃত হয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য আরাফাত আল আবীর।
আলিম হোসেন তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ২০২২ সালের ১০ জানুয়ারি থেকে বিরামপুর পৌর শাখার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার কারণে ২০২৪ সালে আওয়ামী লীগের মিথ্যা মামলার শিকারও হয়েছেন। তবে ব্যক্তিগত কারণে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকতে চান না বলে পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে, বহিষ্কৃত সদস্য আরাফাত আল আবীর ছাত্রদল ছাড়ার পর গত ১৮ সেপ্টেম্বর রাতে বিরামপুর পৌর শহরের ধানহাটি মোড়ে জামায়াতের একটি যোগদান অনুষ্ঠানে অংশ নিয়ে সহযোগী সদস্য হিসেবে জামায়াতে যোগ দেন।
আহ্বায়ক আসাদুজ্জামান বাবু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের কারণে আরাফাত আল আবীরকে জেলা ছাত্রদল বহিষ্কার করেছে। অন্যদিকে দুই নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই