দিনাজপুরের হিলিতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ...
দিনাজপুরের হিলিতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মাছচাষি মো. রোহান ইসলাম রোদ্র নিজের লিজকৃত পুকুরে গিয়ে দেখতে পান পানির উপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।
ক্ষতিগ্রস্ত মাছচাষি রোহান ইসলাম রোদ্র বলেন,
আমি তিন বছর মেয়াদে এই পুকুর লিজ নিয়ে চাষ শুরু করি। এখানে কাতলা, সিলভার কাপ, তেলাপিয়া, বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছিলাম। বাজারে তোলার উপযুক্ত আকার ধারণ করেছিল। কিন্তু হঠাৎ করে কে বা কাহারা ভোররাতে পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে গেছে। এতে আমার ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন আমি পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছি।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ধরনের নাশকতা বন্ধে তারা প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই