অভাব ও দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসকের কাছে যেতে পারেন না তারা। দীর্ঘদিন ধরে কেউ ভুগছেন উচ্চ রক্তচাপে, কেউ শ্বাসকষ্টে, কেউবা ডায়াবেটিস ও আল...
অভাব ও দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসকের কাছে যেতে পারেন না তারা। দীর্ঘদিন ধরে কেউ ভুগছেন উচ্চ রক্তচাপে, কেউ শ্বাসকষ্টে, কেউবা ডায়াবেটিস ও আলসারে। আবার কারও বুক-ঘাড়ের ব্যথা, কারও হজমের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য। অথচ চিকিৎসা খরচের ভার বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এ অবস্থায় বিনামূল্যে চিকিৎসাসেবা যেন আশার আলো হয়ে এসেছে জয়পুরহাটের শতাধিক মানুষের জীবনে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এক স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এসব দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান চিকিৎসাসেবা প্রদান করেন।
নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ সেবা নিতে ভিড় করেন ক্যাম্পে। উপকারভোগীদের কেউ কেউ বলেন, "চিকিৎসকের ভিজিট দেওয়ার সামর্থ্য নেই আমাদের। মাঝে মাঝে কমিউনিটি ক্লিনিকে যাই। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়ার সুযোগ খুব কম। এ ধরনের আয়োজন হলে অন্তত ভরসা পাওয়া যায়।"
স্বেচ্ছাসেবী সংগঠন পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান জানান, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। "আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। আজকের স্বাস্থ্যসেবা কর্মসূচি সেই ধারাবাহিকতার অংশ," বলেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) বলেন, "শিক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সামনে আরও নিয়মিতভাবে আয়োজন করব।"
স্থানীয়দের মতে, এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুধু চিকিৎসা নয়, সমাজে পারস্পরিক দায়বদ্ধতারও এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই