জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া, বজ্রপাতে জসিম উদ্দিন ও ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুব...
জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া, বজ্রপাতে জসিম উদ্দিন ও ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন জানান, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে উপজেলার উচাই বাজার এলাকায় টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল নামে এক ব্যক্তিসহ কয়েকজন আশ্রয় নেন। এ সময় সড়কের পাশের একটি আমগাছ ওই টিনের ছাপড়ার ওপর ভেঙে পড়ে। এতে সজল গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা*রা যান। নি হ ত সজল উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
অন্যদিকে, ক্ষেতলাল উপজেলার আলমপুর গোপালপুরের গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে জসিম নামে এক কৃষিশ্রমিকের মৃ ত্যু হয়েছে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুল হকের ছেলে বলে জানা গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুরের রবিদাস পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নি হ ত হয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম জানান, রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃ ত্যু হয়। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
সাগর কুমার।
কোন মন্তব্য নেই